হিন্দুরা ধান-দূর্বা মস্তকে দিইয়া যে মাঙ্গলিক অনুষ্ঠান করে তাহার অর্থ কি??




হিন্দুধর্মের একটি সাধারণ মাঙ্গলিক অনুষ্ঠান হইতেছে ধানদূর্বা দ্বারা আশীর্বাদ করা; প্রাচীন আর্য-সমাজে ধানই ছিল ধনের প্রতীক (বাংলাদেশ-ভারত এখনও কৃষিপ্রধান), আর দূর্বা হচ্ছে দীর্ঘায়ুর প্রতীক৷ দূর্বার মৃত্যু নাই, রৌদ্রে পুড়িয়া, বর্ষায় পচিয়া গেলেও আবার গজাইয়া উঠে. উহার আর এক নাম 'অমর'. সুতরাং ধানদূর্বা মস্তকে দেওয়ার অর্থ এই-- ধনবান হও, দীর্ঘায়ু লাভ কর;
কিন্তু বলা বাহুল্য, আশীর্বাদক যদি এই অনুষ্ঠানের অর্থ না বোঝেন এবং তাহার অন্তরের শুভেচ্ছা যদি উহার সহিত সংযুক্ত না হয়, তবে কেবল ধানদূর্বা দানে কোন কাজ হয় না৷
Previous
Next Post »